আমার অনলাইনে বিভিন্ন সেক্টরে ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতার আলোকে পুরো প্রোগ্রামটি পরিচালনা করছি । পোস্ট গ্রাজুয়েশন শেষ করে পেশাগত কাজের প্রথম দিন থেকে বিগত ০৮ বছরে যত এডভান্স নলেজ পেয়েছি, সেগুলোর উপরে প্রায় ৫০ ঘন্টার ভিডিও কোর্স (ফ্রি+পেইড) এখানে আছে । প্রতিটা সেক্টরের বেসিক থেকে শুরু করে এক্সপার্ট লেভেল পর্যন্ত হাতে-কলমে দেখিয়েছি । বিশেষ আকর্ষণ হল বায়ার ফাইন্ড করার টেকনিক – যা দ্বারা মার্কেটপ্লেসের বাইরে একজন নতুন এক্সপার্টও আগের চেয়ে বেশি বায়ার পাওয়ার সম্ভাব্যতা তৈরি করতে পারবেন, বাকিটা আল্লাহ্র ইচ্ছা ।
আপনার এসইও স্কিল ডেভেলপ করার জন্য আমি আমার প্রফেশনাল এসইও কোর্সটা করতে আপনাকে পরামর্শ দিচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার অনুশীলন। আমার কোর্স এর কারিকুলাম দেখার জন্য নিচের বাটনে ক্লিক করে কোর্স পেইজে যেতে পারেন
ভালোভাবে অনুশীলন করুন। এর মধ্যেই পেয়ে যাবেন আমার সবচেয়ে আলোচিত বায়ার ফাইন্ডিং টেকনিক। কোথায় বায়ার পাবেন, কিভাবে তাকে ইমেইলে ইমপ্রেস করবেন- এগুলো দেখার জন্য নিচের বাটনে ক্লিক করে কোর্স পেইজে যেতে পারেন
আর শুধু বাকি থাকলো ক্যারিয়ার গোছানো বা আরনিং। এসইও স্কিল এর উপর লংটার্ম ক্যারিয়ার ডেভেলপ করতে এখন আপনার দরকার একটা পোর্টফোলিও- যেটা আমি আমার ওয়ার্কশিট আপনাকে দেওয়ার মাধ্যমে তৈরি করে দিতে পারবো
পুরো এসইও এর কাজ শেখার পর আপনার দরকারঃ বিশ্বব্যাপী কাদের এসইও সার্ভিস প্রয়োজন হয় বা কারা আমাদের মত এসইও এক্সপার্টদেরকে হায়ার করে, বাংলাদেশসহ বিশ্বের কোথায় কোথায় এসইও এর উপর ফুলটাইম বা পার্ট টাইম জব, রিমোট জব বা চুক্তিভিত্তিক জব পাওয়া যায় সেগুলো খুঁজে বের করা। পাশাপাশি মার্কেটপ্লেস এবং মার্কেটপ্লেসের বাইরে কিভাবে বায়ারের সাথে সরাসরি যোগাযোগ করা যায় সেই বিষয়গুলো জানা এবং প্রকৃত উপায়ে ক্লায়েন্ট খুঁজে বের করা।
এককথায় সারা দুনিয়া থেকে কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করা যায়, খুঁজে পাওয়া যায়- সেই টেকনিক আপনি শিখবেন এই ট্রেনিং প্রোগ্রামের সর্বশেষ ধাপে এসে। এরকম কিছু টেকনিক্যাল ভিডিও এর এক্সাম্পল নিচে দেয়া হল।
কোর্সের বৈশিষ্ট্য ও বিশেষত্ব
প্রথমে আপনি এসইও এর উপর ফাউন্ডেশন নলেজ নিবেন । কোর্সে এনরোল করার সাথে সাথেই আপনি এক্সেস পেয়ে যাবেন আমার লার্নারদের সিক্রেট ফেসবুক গ্রুপের ।
১. প্রথমে আপনি এসইও এর উপর ফাউন্ডেশন নলেজ নিবেন।
২. এরপর আপনি নিস রিসার্চ করা শিখবেন।
৩. কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় দেখবেন।
৪. লো কম্পিটিটিভ কিওয়ার্ড বের করার টেকনিক শিখবেন।
৫. কম্পিটিটর এনালাইসিস করবেন।
৬. সার্চ ইঞ্জিন রেংকিং পেইজ এনালাইসিস করা শিখবেন।
৭. এসইও ফ্রেন্ডলি কনটেন্ট এবং টাইটেল মেইক করা শিখবেন।
ট্রেনিং প্রোগ্রামের এই ধাপে আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করার জন্য এবং সেটার পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য আপনার সুবিধাজনক জায়গা থেকে একটা ডোমেইন হোস্টিং কিনে নিতে পারেন । অথবা আমি ফ্রি সাইট মেকিংও দেখিয়েছি,সেটাও করতে পারেন। এরপর আমরা সেই ওয়েবসাইটের জন্য একটা সিএমএস নির্বাচন করবো । এই ওয়েবসাইটটা কে আমরা এসইও ফ্রেন্ডলি করে তৈরি করবো । যেটা পরবর্তীতে বায়ারের কাছে আপনি আপনার কাজের পোর্টফোলিও হিসেবে , এক্সপেরিয়েন্স হিসেবে অথবা আপনি যে সত্যিকার অর্থেই একজন এসইও এক্সপার্ট সেটার প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারবেন।
আর যদি আপনি পার্সোনাল ওয়েবসাইট তৈরি করতে না চান সেক্ষেত্রে আপনি আমার এই ahnafhaq সাইটটা র্যাঙ্ক করার জন্য যেসব প্রসেস ফলো করেছি- সেই এপিসোডগুলো দেখতে পারেন। এই এপিসোডগুলোতেও আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি যে কোনো ওয়েবসাইটের কোথায় এবং কিভাবে আপনার রিসার্চ করা কিওয়ার্ড দিয়ে কম্পিটিটর এনালাইসিস করে এরপর যে কনটেন্ট লিখেছেন সেটা পাবলিশ করবেন।
১. কার্যকরী লিংক বিল্ডিং স্ট্র্যাটেজি তৈরি করা।
২. কত ধরনের ব্যাকলিংক তৈরি করা যায় সেগুলো দেখা।
৩. সব ধরনের ব্যাকলিংক তৈরি করা।
৪. হাই ডোমেইন অথরিটি সাইট কিভাবে খুজে পাওয়া যায় সেই টেকনিক শেখা।
৫. ব্রোকেন লিংক বিল্ডিং।
৬. লিংক বিল্ডিং আউটরিচ।
৭. লিংক বিল্ডিং এর সব ধরনের কৌশল শিখে নেওয়া।
সকল ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন – প্রোগ্রামের এই ধাপে আমরা শিখবো।
এই ধাপে আমরা অ্যাডভান্স এবং টেকনিকাল এসইও কিভাবে করতে হয় সেগুলো শিখবো।
বিগত পঞ্চম ধাপ পর্যন্ত আমরা যে কাজগুলো করেছি সেগুলো একটা এসইও প্রজেক্টকে দাঁড় করানোর জন্য ফাউন্ডেশন তৈরি করবে এবং এসইও এর পুরো প্রক্রিয়াটা কে অটোমেশন সিস্টেমে নিয়ে আসবে । ষষ্ঠ ধাপে অর্থাৎ এই ধাপে এসে আমাদেরকে শিখতে হবে এসইও এর টেকনিকেল পার্ট গুলো । যেমন কিভাবে ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়ানো যায়, কোর ওয়েব ভাইটাল, robot.txt কি, সাইট ম্যাপ কি, গুগল সার্চ কনসোল কি এবং কিভাবে ব্যবহার করে, গুগল এনালাইটিক্স সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন , ক্যানোনিক্যাল প্রবলেম , রিচ স্নিপেট , গুগোল অ্যালগরিদম আপডেট, এক্সিলারেটেড মোবাইল পেইজ, কিভাবে অডিয়েন্স ট্র্যাক করতে হয়, ওয়েবসাইটে অপ্রত্যাশিত bot ট্রাফিক কিভাবে আটকাতে হয়, অডিয়েন্সকে কিভাবে কাস্টমারে কনভার্ট করতে হয় । এরকম আরো অসংখ্য টেকনিকেল বিষয়ে জ্ঞান অর্জন করবো এবং প্র্যাকটিক্যালি প্রত্যেকটা কাজ হাতে কলমে দেখবো।
এই ধাপে আপনি লোকাল এসইও সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবেন এবং লোকাল এসইওর কাজ শিখবেন। কোন একটা নির্দিষ্ট এলাকা বা দেশ বা মহাদেশের জন্য যেকোনো একটা প্রোজেক্টকে কিভাবে সার্চ ইঞ্জিনে সবার উপরে নিয়ে আসা যায় সেটাকেই বলা হয় লোকাল এসইও। এই ধাপে আমরা এই কাজ গুলো শিখবো।
এটুকু করার পর বলা যায় আপনি মোটামোটিভাবে বায়ারের কাজ করার জন্য বেসিক প্রস্তুতি সম্পন্ন করেছেন। এই ধাপে আমরা বায়ার ফাইন্ডিং টেকনিক দেখবো শুধু, কিন্তু প্রয়োগ করা শুরু করবো না। কারণ এগুলো দেখলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হওয়া শুরু করবে। এই মুহূর্তে এটাই দরকার।
একটা সাইটের এসইও অডিট কিভাবে করতে হয় সেটা শিখবো আমরা। এতে করে যে কোন সাইটের এসইও সমস্যা খুঁজে সেগুলো কিভাবে পয়েন্ট আউট করে বায়ারকে দেখানোর জন্য তৈরি করা যায়- সেটা আমরা জানতে পারবো।
বায়ারকে কার্যকরী ইমেইল পাঠিয়ে কিভাবে তার কাছ থেকে কাজ আদায় করা যায় সেটা আমরা জানবো। অনুশীলনের এই পর্যায়ে এসে এখন আমরা অষ্টম ধাপে যে বায়ার পাওয়ার এপিসোড দেখেছিলাম- সেগুলো এপ্লাই করা শুরু করবো।
If you don’t already have an account click the button below to create your account.
Create New Account