টিকা নেওয়ার পর করোনা ধরেছে , টিকা কি তাহলে কাজ করছেনা ?
উপরের টাইটেলটাই মার্কেটিং ! ভাবছেন আমি টিকা নিলাম, তারপর করোনায় আক্রান্ত হলাম – এখানে মার্কেটিং কিভাবে আসলো। সেটার জন্য একটু কষ্ট করে পুরোটা পড়বেন, তাহলেই বুঝবেন। লেখাটা খুব একটা বড় না। আশা করি টানা পড়লে ৫৫ সেকেন্ড লাগবে।
যখন লকডাউন দিল , তখন জরুরী ত্রান সরবরাহের কাজে স্বেচ্ছাসেবক হিসেবে রাস্তায় ছিলাম। দেখেছি অনেক মানুষ-ই অভাবগ্রস্থ। যারা সুবিধাবঞ্চিত , তাদের কষ্টটা ছিল আরও বেশী। রাস্তায় মানুষ নাই, দোকানপাট, অফিস-আদালত থেকে শুরু করে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ , নাই কোন পাবলিক ট্রান্সপোর্ট। যেখানেই জটলা সেখানেই পুলিশের মাইর। প্রতিদিনই প্রেস ব্রিফিং করে আক্রান্তের হার জানানো হচ্ছিল। তখন আমি দিব্বি সুস্থ ছিলাম।
এরপর বেশ কিছুদিন গেল। অফিস খুললো , কাজ শুরু করলাম, তখনো আমি সুস্থ। খুব যে নিয়ম মেনেছি এমনটাও না। কখনো কখনো হ্যান্ডগ্লভস নিতে ভুলে গিয়েছি, মাস্কটাকেও খুব আপন করে নিতে পারিনি , এমনকি এখনো না। হাশপাশ লাগে খুব এই জিনিসটা পরলে। ১৫ মিনিট পরে থাকলে পরের ৫ মিনিট খুলে রাখি। বাইরের খাবার বাধ্য হয়েই খাওয়া লাগে। অফিসের বস মাঝে মাঝে হ্যান্ডসেক করার জন্য হাত বাড়িয়ে দিলে যদি আমিও হাত না বাড়াই বা করমর্দনের পর যদি উনার সামনেই হাতে হ্যান্ড সেনিটাইজার দিয়ে ডলা দেই তাহলে কি না কি মনে করে , প্রমোশানটাই না আটকে যায় – এসব কিছু ভেবে আমিও করোনার ভয় তোয়াক্কা না করে হাত বাড়াই । এত কিছুর পরেও করোনা আমাকে ধরেনাই।
সমস্যাটা হল এই কয়দিন আগে ভ্যাক্সিন আসার পর। প্রায় একটা বছর শতভাগ নিয়ম না মেনেও ভাইরাস এর হাত থেকে মুক্ত ছিলাম, অথচ করোনার টিকা আসার পর কিনা আমি করোনা আক্রান্ত হলাম! আবার সেটা কিনা টিকা দেওয়ার পর !!
কোন টিকা দেয়ার কথা বলছি জানেন ? ছোট বেলায় মা পোলিও আর হেপাটাইটিসের টিকা দিয়েছিল না ! সেটার কথাই বলছি। ওগুলো দেওয়ার পরেই কিনা ২০২১ এ এসে আমাকে করোনা ধরলো … !
এখন বলেন টাইটেলটার কোন জায়গায় আমি লিখেছি যে করোনার টিকা নেওয়ার পর আমাকে করোনা ধরেছে ? আমি বলেছি টিকা নেওয়ার পর করোনা ধরেছে আর এটা পড়েই উৎসাহ নিয়ে আমার এই পুরো লিখাটা পড়লেন। এটাই ইমোশোনাল মার্কেটিং , সাইকোলজিকাল ডাইভারশন (diversion)।
বি.দ্র: টিকা কাজ করে ঠিকই , “টিকা কি তাহলে কাজ করছেনা”- টাইটেলের এই লাইনটার কারণেই আপনার উৎসাহ হয়েছে পুরোটা পড়ার জন্য। আমি টিকাকে অকার্যকরও বলিনাই, আবার আপনার attention ও নিয়ে নিলাম !!!!!!