SEO এক্সপার্ট সাকিব

বিস্ময়কর হলেও তথ্যটা কিন্তু সত্যি যে সাকিব আল হাসান একজন SEO এক্সপার্ট !! ২০০৬ সাল থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত মুখ। একটা সময় হয়ে উঠেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রিকেটার। দায়িত্ব পান দলের অধিনায়কত্ব করার। বিশ্বের সবচেয়ে বড় বড় ক্রিকেটীয় আসরে নিজের পারফরমেন্সের দ্যুতি ছড়িয়ে মাথায় তোলেন ক্রিকেটের তিন ফরম্যাটের বিশ্বের এক নম্বর all-rounder এর খেতাব। সবার চেয়ে এগিয়ে থাকা যাকে বলে আরকি !
ICC অনেক ক্রাইটেরিয়া মেইনটেন করে ক্রিকেটারদের ranking দেয়। রান,উইকেট এর হিসাব তো আছেই। ইকোনমি রেট , এভারেজ , স্ট্রাইক রেটের মতন জটিল সব গাণিতিক হিসাব নিকাশ শেষে শ্রেষ্ঠত্বের তালিকা করা হয়।

আচ্ছা, কি মনে হয় ? এত কিছু মাথায় নিয়ে সাকিব খেলে ? দলের প্রয়োজনে যখন বলের হিসাবের সাথে পাল্লা দিয়ে রান নিতে হয় কিংবা বিপক্ষ দলের মারতে থাকা ব্যাটসম্যানকে যখন আউট করে ড্রেসিংরুমে পাঠানোটাই ওই সময়ের দাবি হয়ে যায় তখন অতশত গাণিতিক হিসাব নিয়ে উনি খেলেন বলে আমার মনে হয়না। বহুদিনের সাধনায় ক্রিকেটের যেই বিদ্যাটা উনি শিখেছেন , সেটাকে সঠিকভাবে ওই মুহূর্তে কাজে লাগিয়ে পারফর্ম করেন। সবকিছুতে নিজের বেস্ট কোয়ালিটিটা দেখান উনি।

ভাবছেন, এই প্রেক্ষাপটের সাথে seo কোথা থেকে এলো ? এখন শেয়ার করছি আমি কিভাবে দেখি ব্যাপারটা। আমরা চাই serp এর 1st position এ যেতে । এই নিয়ে কতো কিছুরে বাবা !! এটা ওটা , অনপেজ , অফপেজ, ব্যাকলিঙ্ক, EMD domain পাচ্ছিনা – এখন কি করবো , লো-সার্চ ভলিউম হাই ডিমান্ড নাকি হাই-সার্চ ভলিউম লো ডিমান্ড নিয়ে কাজ করবো – এসব ভাবতে ভাবতে আসলে আমাদের যেখানে ফোকাস করা উচিত সেই জায়গাটাই আমরা উপেক্ষা করে যাই। যেখানে ম্যাচের সিচুয়েশনে বলের সাথে সাথে রান বাড়াতে হবে, সেখানে বোলিং এভারেজ কত , ব্যাটিং স্ট্রাইক রেট কত – সেটা দেখা মুখ্য না। সেটা দেখে খেললে যেমন হাই কোয়ালিটির পারফর্ম করে দলকে জিতিয়ে সাকিব বিশ্বসেরাদের ranking এ ১ নম্বরে অবস্থান করতে পারতেন না তেমনি আমরা যদি ঐচ্ছিক গুরুত্বপূর্ণ কাজগুলোতে বেশী সময় দেই ,তাহলে আমাদের সাইটের rank কখনোই SERP এর শীর্ষে যাবেনা।

মনে রাখতে হবে, সার্চ ইঞ্জিন বট বা স্পাইডার আমার বা আপনার সাইটটাকে স্ক্রল করবে ইউসারের সার্চ টার্মের উপর ভিত্তি করে। আর সেই জন্য আমাদের যেখানে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া উচিত, তা হল সঠিক কিওয়ার্ড নির্বাচন করে প্রাসঙ্গিক কনটেন্ট বানানো । কারণ আপনি যখন হাই কোয়ালিটি মেনে প্রাসঙ্গিক কনটেন্ট বানাবেন, স্পাইডার ক্রল করে আপনার কনটেন্ট ইন্ডেক্সিং করবে এবং ইউসারের সার্চের উপর ভিত্তি করে আপনার পেইজটাকেই SERP এর শীর্ষে তোলে ইউসারের সামনে এনে দিবে।

কনটেন্ট তৈরি করার পর আসবে স্ট্রাইক রেট, এভারেজ এর হিসাব অর্থাৎ ঐচ্ছিক বিষয়গুলো। কিছু ডু-ফলো ব্যাকলিঙ্ক, সাইটের ইন্টারনাল লিঙ্কিং , ইত্যাদি বিষয়গুলো আপনার অর্জিত শীর্ষস্থানকে আরও পাকাপোক্ত করবে।

সঠিক কিওয়ার্ড এবং কনটেন্ট-ই আপনাকে সার্চ ইঞ্জিন ranking পেইজ (serp) এর শীর্ষস্থানে এনে দিতে পারে। যেভাবে করে সাকিব আল হাসান অত কিছুর দিকে না তাকিয়ে শুধু কোয়ালিটি পারফর্ম করে শীর্ষস্থান অর্জন করেছেন।

বি.দ্র: সাকিব আল হাসান এভাবেই নিজের অজনাতেই বাস্তব জীবনের একজন seo এক্সপার্ট হয়ে উঠেছেন। আমার লেখার টাইটেল দেখে কি ভেবেছিলেন ?? অমন একটা টাইটেল না দিলে আমার এত বড় বোরিং লেখাটা কি এত সময় নিয়ে পড়তেন ?? 
অন্য কোন একদিন আবার কনটেন্ট এর টাইটেল নিয়ে আমার মনের কথাগুলো শেয়ার করবো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *