পাবলিক বাসে গ্যারান্টি সহকারে SEO শিখানো হয়

প্রতিদিন অফিসে যাওয়ার সময় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকি। একটা বাস যদি আসে, কোনমতে ধাক্কা খেয়ে বা দিয়ে উঠে পরি। প্রথম টার্গেট থাকে সামনের দিকে সিট পাই কিনা। এরপর টার্গেট থাকে সামনে না পাই, পিছে বা চাকার উপরে পেলেও সমস্যা নাই। তারপর চিন্তায় আসে- ভাই যেখানেই সিট হউক, বসে যেতে পারলেই হয়। তারপর চিন্তা করি কিসের বসে যাওয়া, কোন একটা জায়গায় দাঁড়িয়ে গেলেও তো অফিস এর সময়টা ধরা যাবে। তাও যদি না হয়, গেটে হেল্পার ভাই এর সাথে একটু ঝুলে ঝুলে যেতে পারলেও তো যেতে পারলাম !!

“সামনের দিকে সিট পাই কিনা” প্রত্যাশাটা শেষ হল কোথায় ? গেটে ঝুলে হলেও ভাই যেতে হবে,এখানে এসে । বুঝলেন ব্যাপারটা ? পাবলিক বাসটা ঠিক SERP(Search Engine Ranking Page) এর মত।

যখন এসইও এর কাজ করবো তখন SERP এর 1st পজিসন ছাড়া আর কোন অপশন নিয়ে ভাববো না। কারণ moz এর তথ্য অনুযায়ী, টোটাল সার্চ এর ৭১ শতাংশ ট্রাফিক থাকে serp এর প্রথম পেজে। যেটাকে তুলনা করতে পারেন আমার বাসে উঠে শুরুর দিকের চিন্তা যে সামনে সিট পাই কিনা।

মোট ট্রাফিক এর ২৭ শতাংশ থাকে SERP এর প্রথম পেজের পরে অর্থাৎ পরবর্তী পেজগুলোতে। যেটাকে তুলনা করতে পারেন আমার বাসে ওঠার পরে এই চিন্তা করার সাথে যে সামনে সিট না পাই, পিছে পেলেও তো যাওয়া যাবে। আমার সাইট প্রথম পেজে না হউক, অন্তত গুগল তো চিনসে- পরের পেজে আছে। কোন না কোন দিন প্রথমে চলে আসবে। (যেমন বাসের সামনে থেকে কোন যাত্রী নেমে গেলে আমরা পটাপট পিছন থেকে সামনে যেয়ে বসি )
তারপর ? বাসে যেই চিন্তাটা করি – ভাই বসে যেতে পারলেই হল। এটা হল ঠিক সেই চিন্তার মত যে এমন একটা কিওয়ার্ড নিয়ে কাজ করা যেটার সার্চ ভলিউম খুব লো, কম্পিটিশনও খুব বেশী না।মানুষ সার্চ না করুক, কম্পিটিশন তো কম, তাড়াতাড়ি rank পেয়ে গেলেই হয়। ঠিক এমনটা যে ভাই বসে বসে যেতে পারলেই হয় । 

সর্বশেষ অবস্থা হল বাসের গেইটে ঝুলে ঝুলে অফিসে উপস্থিত হওয়া। এটার সাথে তুলনা করতে পারেন এমন একটা সাইট যেটার অবস্থা অনেকটা এরকম- অপ্রাসঙ্গিক কনটেন্ট, কিওয়ার্ড স্টাফিং করে লিখা , suspicious backlink , confusing & miscellaneous title লিখেও ব্ল্যাক হ্যাট করে উপরে নিয়ে যাওয়া। কিন্তু একটা জিনিস ভেবে দেখা দরকার যে বাসে ঝুলে অফিসে যেতে চাইলে দুর্ঘটনায় পরে জীবনটাই শেষ হয়ে যেতে পারে। ব্ল্যাক হ্যাট ফলো করে যদি rank পেয়েও যাই, যে কোন সময় পেনাল্টি খেয়ে যেতে পারে সাইট।
চিন্তাটা তাই রাখা উচিত স্বচ্ছ । কনটেন্ট লিখবো এসইও ফ্রেন্ডলি, পাঠক যা চায় তাই যেন আমার লেখায় থাকে। টাইটেলটা যেন
পাঠককে আকর্ষণ করে আর সেটা যেন হয় খুব কৌসুলি একটা টাইটেল।
পাবলিক বাসে যেখানেই সিট পাইনা কেন, উদাস নয়নে বাইরে তাকিয়ে থাকি। লোকজন কত আরামে প্রাইভেট গাড়িতে করে অফিসে যায় ।আর আমার যেতে হয় ঝুলে ঝুলে।মনে মনে ভাবি টাকা হলে একটা গাড়ি কিনবো , ঝামেলা অনেক কমবে। এই চিন্তাটাকে তুলনা করতে পারেন-টাকা হলে একটা পেইড টুল কিনবো , রিসার্চ এর ঝামেলা কমবে ভাই ! 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *